দেশের প্রতি মাটির প্রতি
ভালোবাসা ছিল নিরলস !
দেশমাতৃকার দামাল ছেলে
তুমি সুভাষচন্দ্র বোস !
দেশের সকল লোকে তোমায়
নেতাজী বলেই জানে !
দেশের স্বাধীনতায় তোমার
অবদান সবাই মানে !
না থাকলে তুমি...
হে বীর সংগ্রামী ...
ভারতবর্ষ স্বাধীন হত না ..
তুমি তো ছড়ালে স্বাধীনচেতনা..
আজ এই স্বাধীন ভারতে
তোমায় প্রণাম জানাই -
ভারতবাসী যেন কখনো
তোমাকে ভুলে না যায় !
আজকের দিনে আমার দেশে -
তোমায় সকলে স্মরে না হে বীর !
মাঝে মাঝে প্রশ্ন জাগে -
তুমি কি শুধুই বাঙালীর ?
✎ শ্রীকান্ত বধুক
যদি কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকে তবে আমাদের জানান।
0 মন্তব্যসমূহ
Comment