চোখ সরেনা মন ভরে না গানের কথা

গানটির গীতিকার সোহেল মাসুদ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন Mon। 
গানটি জনপ্রিয় লোকসংগীত শিল্পী "Raju Mondol" গেয়েছেন।


চোখ সরেনা মন ভরে না, 
কি যে হলো আমার হায়, 
তোমার মায়ায় পৈরা বন্ধু
পরাণ আমার যায় গো যায়। 
পরাণ আমার যায় গো যায়।।

চোখ সরেনা মন ভরে না, 
কি যে হলো আমার হায়, 
সারাক্ষণি মনটা আমার, 
চায় গো শুধু তোমায় চায়। 
কি যে হলো আমার হায়। 
চোখ সরেনা মন ভরে না,

নরম কোমল গালে তোমার 
ভ্রমর খেলা করে,
তোমার হাসি দেইখা বন্ধ 
জৈশনা ঝৈরা পরে ।।

হৃদয় পটে তোমার ছবি....
হায়রে।।
হৃদয় পটে তোমার ছবি
মোনটা শুধু একে যায় 
তুমি আমার হবে বলে 
স্বপ্ন সাজাই কল্পনায়।।

চোখ সরেনা মন ভরে না, 
কি যে হলো আমার হায়, 
সারাক্ষণি মনটা আমার, 
চায় গো শুধু তোমায় চায়। 
কি যে হলো আমার হায়। 
চোখ সরেনা মন ভরে না,

এতো মায়া তোমার মাঝে 
দূরে যেতে পারিনা 
তুমি আমার সুখগো বন্ধু 
আমার প্রানের ঠিকানা।।

মন আজাতে খোদার কাছে।।
চাই গো তোমায় প্রার্থনায়
তোমার প্রেমে দিবা নিশি 
ডুবে থাকি ভাবোনায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ