হে গোবিন্দ

(ছবি ইন্টারনেট থেকে) 

হে গোবিন্দ তোমার ঐ চরণে,
          দিও বারে বারে ঠাঁই।

আমি শয়নে স্বপনে,দিবা নিশি ধরে,
            তোমারে দেখিতে চাই।

হে গোবিন্দ দিও বারে বারে ঠাঁই,
         মরিতে চাহি গো তোমারই চরণে।

বাঁচিতে চাহি গো তোমারই স্বরণে,
           বারে বারে শুধু তোমারে আমি চাই।

হে গোবিন্দ জীবন ও মরণে ,
          তোমারে যেন পাই।

হে গোবিন্দ,
           যে ভাবে আসি যত বার আসি,
                তোমারে দেখিতে চাই।

হে গোবিন্দ দিও চরণে ঠাঁই,
          বারে বারে যেন তোমারে দেখিতে পাই।
হে গোবিন্দ,
           তোমারে শুধু চাই।

দিবা নিশি ধরে তোমারই আশে,
          বসে আছি আমি ঠাঁই।

হে গোবিন্দ,
              তোমারে শুধু চাই।

                              সুলেখা দেবনাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Comment