সময়


যখন কোন ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ
এই তিনটে জিনিসই থাকে তখন সে
মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না, 
তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী 
কেউ আছে এই পৃথিবীতে
আর সেটা হল 'সময়'
                 ভগবান শ্রী কৃষ্ণ           




সময় কী? সময় হল অনুভূতি, সময় হল মুহূর্ত। সময় কে দেখা যায় না, অনুভব করা যায়। সময় সর্বশক্তিমান। সমস্ত জগত সময়ের হাতে বাধা। কেউ বলতে পারেনা কখন কি হবে। সময় চলে যাওয়ার পর বুঝতে পারি কি হল। 

সময়ের সাথে মানুষের যুদ্ধ বোধহয় আদি কাল থেকেই.. প্রতিটা মানুষই গোটা জীবন জুড়ে সময় কে নিজের বসে করতে চায়... নিজের মতো করে সাজাতে চায় নিজেদের অর্থনৈতিক সামাজিক সাংসারিক জীবন কে.. তাই বোধহয় জীবন জুড়ে সময়ের সাথে চলে এক অসম যুদ্ধ.. কিন্তু মজাটা হলো এই যুদ্ধটা সবসময়েই এক পেসে যেখানে মানুষ সময়ের সাথে লড়াই করে আর খুজে নেয় মান, যশ, অর্থ, সম্মান..শেষে একদিন সময় অস্ত্র তোলে আর আমারা এক নিমেষে জীবিত মানুষ থেকে মৃত বডি তে পরিণত হয়.. হয়তো ভগবান এটাই বলতে চেয়েছিলেন তার কোথায়... মনে রাখতে হবে এক দার্শনিক বলেছিলেন "death is not exist in your present life. But when death comes then we don't exist. "

তোমাদের মতামত জানিও। 

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

Comment