এক টাকার পাঠশালা মোর জ্ঞানের বাড়ি
এক টাকার পাঠশালা হলো জ্ঞান পাহাড়ি
এক টাকার পাঠশালাতে শিখি যে আমরা জ্ঞানের সব পড়া।
এক টাকার পাঠশালাতে শিক্ষকেরা খুবই দারুন কড়া।
এক টাকারপাঠশালা যে খুবই আপন মোর
এক টাকার পাঠশালাই মোর বাড়ি।
এক টাকার পাঠশালায়ে যেতে বাঁধা দিলে আমায়,
সবার সাথে আড়ি।
পাঠশালা শিক্ষা আলোর দিশা,
জীবনের সাফল্যের চাবিকাঠি,
শিক্ষাই পারে মানুষকে,
অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে।
✎ শ্রীকান্ত বধুক
যদি কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকে তবে আমাদের জানান।
0 মন্তব্যসমূহ
Comment