পরাজিত মেঘে ছিটানো থাকে ভুলের নিঃশ্বাস।দেহের প্রাচীরে ঝুলানো থাকে দুঃস্বপ্নের তাবিজ। দীর্ঘশ্বাস দহনে ভস্ম হয় স্বপ্নের গ্রাম । আর, ভস্ম গ্রামগুলো পুষে রাখে সঙ্গিহীন পাখিচোখ।
আহত বিকেল কাঁধে ভর করে ভুলগুলো গেয়ে যায় দুঃস্বপ্নের রাগ! স্বপ্নরা চেয়ে দ্যাখে কষ্টের কালো রাত। নিষ্প্রাণ ঢেউয়ের নদী! একদিন, স্বপ্ন আর দুঃস্বপ্নরা হেঁটেছিল সমান্তরাল...। ছলনা রঙে আকাশ গেয়েছিল রংহীন শ্রাবণ।
ভুলের কোলবালিশে নিঃশ্বাস আমার এখনও একলা বিকেল; একাকী রাত। কল্পিত মেঘে, এখনো চাষ করি তোমার ধবল দীর্ঘশ্বাস। একলা চোখে...।
0 মন্তব্যসমূহ
Comment