অপেক্ষারা অন্তহীন


রাতের পর রাত পেরিয়ে

অপেক্ষারা হাত বাড়িয়ে

গুনছে কেবল দিন

আসবে ফিরে

আসছো ফিরে

এই অপেক্ষা অন্তহীন...


ডাইরি খাতার

আবছা আলোয়

উড়ছে পাতা

জমছে ধূলো

শুকনো চাওয়া প্রতিদিন...


তোমার আমার

ঘর কুড়োনো

অশ্র্র নোনা

দিন ফুরোনো

চলছে প্রতিদিন...


পেছন ফিরে

হাত বাড়িয়ে

দ্যাখো আমি

সেই দাঁড়িয়ে

যেমন তোমার যাওয়ার দিন...


অপেক্ষারা হাত বাড়িয়ে

গুনছে কেবল দিন

আসবে ফিরে

আসছো ফিরে

এই অপেক্ষা অন্তহীন...


শ্রীকান্ত বধুক





যদি  কোনো  ভুল বা অসম্পূর্ণ  তথ্য  থাকে তবে আমাদের জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ