বঞ্চিতদের লড়াইয়ের রক্তাক্ত গল্প: তথাগত মুখোপাধ্যায়ের "পারিয়া" (Pariah) মুক্তির আগে জেনে নিন

গত বছর মে মাসে শেষ হয়েছিল শ্যুটিং। তারপর টানা কয়েক মাসের পোস্ট প্রোডাকশানের কাজ শেষ করে এবার প্রেক্ষাগৃহে আসতে চলেছে তথাগত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'পারিয়া'। পথকুকুরদের নিয়ে অন্য এক গল্প বলবে তথাগতর এই ছবি।

নিজের সমাজমাধ্যমে 'পারিয়া'র টিজার পোস্ট করেন বিক্রম চট্টোপাধ্যায়। সঙ্গে ক্যাপশনে বিক্রম লেখেন, 'বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয়'। এই টিজার পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি সমাজমাধ্যমেই জানান যে আজ ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পারিয়া'।

ছবি মুক্তির দিন জানতে পেরেই উচ্ছ্বসিত অনুরাগী দর্শকরা।

টিজারে দেখা যায়, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন বিক্রম। তারপরই দেখা মেলে খাঁচায় বন্দি কুকুরদের। ক্যামেরা ক্লোজ আপে এলে দেখা যায় রক্ত মেখে ঘেমে দাঁড়িয়ে আছেন তিনি। কুকুরের মাংস কাটা থেকে দুর্ধর্ষ অ্যাকশন, রক্ত, অ্যাকশন সবটাই উঠে এসেছে এই ছবির প্রথম ঝলকে। কিন্তু কীভাবে আর কেন কুকুরদের জন্য এই লড়াইয়ে বিক্রম (Vikram Chatterjee) নামবেন সেটা স্পষ্ট নয়।

'পারিয়া' (Pariah) ছবির টিজারে (Teaser) একেবারে অন্যরকম লুকে ধরা দিলেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। লুঙ্গি গেঞ্জি পরা ছোট করে কাটা চুলে একেবারে হিংস্র লুকে ধরা দিলেন তিনি। টিজারে এক ঝলক দেখা গিয়েছে শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্যকেও।

পারিয়াদের (Pariah) কোনও ঘর নেই, আশ্রয় নেই, পরিচয় নেই, শুধু একজন মানুষ আছে তাদের জন্য। যে তাদের হয়ে লড়াই করবে, বলবে 'যতটা রক্ত ওদের ঝরেছে, ততটাই রক্ত ঝরবে...'।

পরিচালক: তথাগত মুখোপাধ্যায়

প্রযোজনা: প্রমোদ ফিল্মস এবং ড্রিমস অন সেল


মুখ্য ভূমিকায়: বিক্রম চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, শ্রীলেখা মিত্র, সৌম্য মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য

গল্প:

"পারিয়া" ছবিটি রাস্তার কুকুরদের জীবনযন্ত্রণা ও তাদের প্রতি মানুষের অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত 'ঋদ্ধি' চরিত্রটি এই লড়াইয়ের মুখোমুখি হয়।

অভিনয়:

বিক্রম চট্টোপাধ্যায় তার চরিত্রের জন্য প্রয়োজনীয় তীব্রতা ও আবেগ ফুটিয়ে তুলেছেন। অঙ্গনা রায়, শ্রীলেখা মিত্র, সৌম্য মুখোপাধ্যায় ও অম্বরীশ ভট্টাচার্য তাদের নিজ নিজ চরিত্রে দক্ষ অভিনয় করেছেন।

পরিচালনা:

তথাগত মুখোপাধ্যায় একটি স্পর্শকাতর বিষয়কে সাবলীলভাবে তুলে ধরেছেন। রাস্তার কুকুরদের বেদনাদায়ক জীবনযাত্রার চিত্রায়ণ বেশ কার্যকর।

সঙ্গীত:

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। গানগুলি গল্পের সাথে মানানসই।

সিনেমাটোগ্রাফি:

ছবির সিনেমাটোগ্রাফি বেশ আকর্ষণীয়। রাস্তার কুকুরদের জীবনের বাস্তব চিত্রায়ণ স্পষ্ট।

পরিচালকের কথা:

পরিচালক তথাগত মুখোপাধ্যায় বলেন, "বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সময় আমি দেখেছি পথকুকুরদের কী বীভৎস অত্যাচারের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। আমার এই ছবি রাস্তার এই পশুদের প্রতি অবিচারের বিরোধিতার গল্প।

সার্বিকভাবে:

"পারিয়া" একটি ভিন্নধর্মী ও স্পর্শকাতর বিষয়ের উপর নির্মিত ছবি। রাস্তার কুকুরদের প্রতি মানুষের অত্যাচারের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেয় এই ছবি। অভিনয়, পরিচালনা, সঙ্গীত ও সিনেমাটোগ্রাফি - সব দিক থেকেই ছবিটি প্রশংসার দাবিদার।

রেটিং: 4/5

পরামর্শ:

যারা প্রাণীপ্রেমী এবং রাস্তার কুকুরদের প্রতি সহানুভূতিশীল, তাদের জন্য এই ছবিটি অবশ্যই দেখার মতো।


আরও পড়ুন 


যদি  কোনো  ভুল বা অসম্পূর্ণ  তথ্য  থাকে তবে আমাদের জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ