বন্ধু

(ছবি ইন্টারনেট থেকে) 

যারা আমার বন্ধু ছিল,
              তারা এখন কোথায়।
তাদের আমি খুজে বেড়াই,
            আমার মনের পাতায়।
বিজলীদি বাসত ভালো,
            মায়ের মতো করে।
আমি কি আর খুজে পাবো,
          বিজলী দি থাকে কোন ঘরে।
ফটিক দাদা ভালো ছেলে,
          সবার ভালো চায়।
লিপি,বিথি,উৎপলাদের,
             কোথায় খুজে পাই।
প্রতিভাদি রাখত আমায়,
              নিজের মতো করে।
এখন আর কয়না কথা,
               গরিব হয়েছি বলে।
বন্ধু আমার অনেক আছে,
               সরকারি চাকরি করে।
আমায় দেখে একটু হেসে,
             পাস থেকে যায় সরে।
আমি ও তো পারতাম হতে,
               ওদের মতো করে।
ভাগ্যে আমার সায় দিল না,
              জানিনা কেমন করে।

                           সুলেখা দেবনাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Comment