জয় গীতা

(ছবি ইন্টারনেট থেকে) 

যে গীতা নাম জপ করে,
            তার মন শান্তিতে ভরে।
গীতা যে রাখে ঘরে,
           গীতা নামে প্রাণ ভরে।
গীতা গীতা গীতা বলে,
         গীতা নামে জগৎ চলে।
গীতা আমার প্রাণের প্রিয়,
        গীতায় আমার জগৎ আলো।
গীতা নাম সদায় বলে,
         গীতা নামে খেলা চলে।
গীতা গীতা গীতা বলে,
        নাচরে ভাই দুহাত তুলে।
জয় গীতা জয় গীতা বলি,
       সবাই মিলে এক পথে চলি।
জয় গীতা, জয় গীতা, জয় গীতা,
            জয় গীতা, জয় গীতা, জয় গীতা।


                                   সুলেখা দেবনাথ।


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

Comment