কিপটে বুড়ো


(ছবি ইন্টারনেট থেকে) 

ও পাড়ার মদনা খুড়ো,
সে যে এক কিপটে বুড়ো।

                ভাত খায় না চাল বাঁচাতে,
                 ফ্যান খেয়ে থাকে প্রান বাঁচাতে।

মাছ মাংস খায় না নাকি,
শাক সবজি খেলেই বা কি।

                      জল দিয়ে সেদ্ধ করে,
                        মাঠ থেকে শাক তুললে পরে।

স্বাস্থ্যটা তার বড্ড ভালো,
রং টা শুধু একটু কালো।

                  টাকা কড়ি অনেক আছে,
                  বলেনা সেটা কারুর কাছে।

বিয়ে করেনি খরচার ভয়ে,
এখন সে তাই একলাই রয়ে।

              সমস্যাটা তার অন্য জায়গায়,
               টাকা পয়সা এখন রাখবে কোথায়।

তাই,খুড়ো এখন করবে বিয়ে,
ছেলে ছোকড়ারা খুজলো মেয়ে।

                    ধুম ধাম করে হলো বিয়ে,।  
                    এ দেখি সেই বেটা ছেলে মেয়ে।

খুড়ো উঠলো চড়াত করে,
এক লাফে সে চড়লো ঘাড়ে।

                  ধপাস করে পড়লো নিচে,
                  হাড় গোড় সব ভাঙ্গলো পিছে।

খুড়ো এখন বড্ড একা,
ছেলেরা সব হলো বোকা।

                     সুলেখা দেবনাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Comment