গরম



গরম কালে নরম পোশাক,
পরতে হবে ভাই।

গরমের সাথি সুতির পোশাক,
আমরা কোথায় পাই।

আছে যার টাকা কাড়ি কাড়ি,
তার ঘরে পোশাক সারি সারি।

খুশি মনে কাটে তার দিন,
যেটা খুশি সেটা পরে,নাচে তা ধিন ধিন।

অন্যের কথা সে ভাবে না কোনো দিন,
তবুও যার যা আছে ঘরে, সেটা পরে নিন।

বেশি করে জল খাবেন,
রান্না টা হবে সাদা মাটা।

তা না হলে দেহ ছেড়ে,
প্রাণ টা দেবে অকালে হাঁটা।

                সুলেখা দেবনাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Comment