আসার আছে প্রয়োজন।
মানুষকে চিনিয়ে দেয়,
কারণ অকারণ।
মুখোশের আড়ালেতে,
থাকে মুখ থেকে।
সময় এলে পরে,
মেলে ধরে থাকে।
চেনার মাঝে অচেনা কে,
চিনতে পারে যে।
এমন মানুষ কতো আছে,
বলতে পারে কে।
পৃথিবীটা শূন্য নয়,
ধুলি কনায় ভরা।
খালি চোখে যায় না দেখা,
দূরবীক্ষণ ছাড়া।
সুলেখা দেবনাথ।
1 মন্তব্যসমূহ
অসাধারণ 😊
উত্তরমুছুনComment