ভগবান শ্রী কৃষ্ণের অমৃত বাণী (Krishna Quotes in Bengali)

প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা, 
যদি এটা আপনার মনে থাকে তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষরোপণ করছেন, এটা মনে রাখবেন।
কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা, 
এটা হল সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, 
আপনার মনেই অঙ্কুরিত হবে আর আপনার মনে একটা বিশাল বৃক্ষরূপী বেড়ে উঠবে। 
জীবন আপনার, কর্ম আপনার, কাউকে দুঃখ দেবার ভাবনা আপনারই ছিল, এই বৃক্ষ হলো আপনার, তাই এর ফলে আপনি পাবেন, যা গ্রহণ আপনাকেই করতে হবে। 

মনে রাখবেন যে মানুষ এটা ভাবে যে, 
আমি ওকে দুঃখ দেব, ওকে কষ্ট দিতে চাই আমি, সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে। 

যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে, 
আমি কাউকে সুখী করে তুলতে চাই, কাউকে সুখ প্রদান করতে চাই, তাহলে তার ও বীজ আপনার মনেই রোপণ হবে, বৃক্ষে পরিণত হবে যার ফলও আপনি পাবেন। 

এখানে বিষয়টা হলো শুধু মানসিকতায় চিন্তার যা সত্য হয় আপনার সামনে আসে। 

তা হলে এই মানসিকতা শুভ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। 

তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ