বাস্তব

 (ছবি সমীন্দ্র) 

জীবনের বাস্তবতা,
          জীবনের শেষ দিন কে কি বলে?
মরণ,
       মরণের শেষে কি চলে?
ক্রন্দন,
        ক্রন্দনের শেষে সকলে কি করে?
দাহন,
       দাহনের পরে সবাই কি করে?
শুদ্ধিকরণ,
          গঙ্গা জলে স্নান করে ঘরে ঢোকে,
যে মানুষটা এত দিন ছিল আপন,
          মরণের পরে তার জন্য,
করতে হবে শুদ্ধিকরণ।
       হায়রে আপন আমার আপন।
তারপর?
           চলবে কতনা আয়োজন,
          যেমন?
নিমন্ত্রণ,
        আসবে সবাই দলে দলে,
আত্মিয় স্বজন প্রতিবেশী গন।
ভূরি ভোজের কত না আয়োজন।
তারপর?
           রাখবে না কেউ মনে,
কয়েক দিন পরে।
           যে যার মতো,
আনন্দে তে ঘোরে।

               সুলেখা দেবনাথ।

কেমন লাগছে বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার দুটোই করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Comment