শীত

 (ছবি ইন্টারনেট থেকে) 

শীত এসেছে,শীত এসেছে, শীত এসেছে ভাই,
শীতের সাথী গরম পোশাক আমরা কোথায় পাই।
            আছে যার কম্বল,
                             শীত কালের সম্বল।
খুশিতে কাটে তার দিন,
অন্যের কথা সে, ভাবে কি কোনো দিন।
তবুও যার যা আছে ঘরে,
             গায়ে দিও ভালো করে।
তা না হলে ঠাণ্ডা লেগে যাবে,
             সস্তায় যা পাবে তাই নিয়ে ঘরে যাবে।
শীতের শাক, সব্জি,ফল বেশি করে খাবে,
তা হলে গায়ে বল শক্তি তুমি পাবে।
কুঁড়ে হয়ে ঘরে বসে থেকো না তুমি,
         সৎ পথে থেকে উপার্জন করবে জানি।
পরিবারের সাথে সাথে অন্যের দিকে,
        থাকবে সবার পাশে হাতে হাত রেখে।
হাসি মুখে সব কাজ করে যায় যে,
সবার কাছে ভালো হয়ে থাকে সে।


                                 সুলেখা দেবনাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Comment