সতর্ক

ভীড়ের মধ্যে যখন যাবে,
           মাস্কটা তখন পরে নেবে।
থাকবে ভালো থাকবে তুমি,
           সবার ভালো রাখবে তুমি।
অজুহাতটা দেখিয়ে পরে,
          থাকবে না কেউ বসে ঘরে।
জমায়েতটা বেশি হলে,
         করোনা আবার আসবে চলে।
তাই বলে ভয় করবো না আর,
         মাস্কটা সবাই পরবো আবার।
আনন্দেতে সবাই নাচবো রে,
       অসহায় মানুষের পাশে থাকবো রে।
নিজের জন্য হাজার টাকা,
        ওদের জন্য দশটা টাকা।
রাখার চেষ্টা করবে যে,
        ওদের ভালো করবে সে।
চোখটা বন্ধ হলে পরে,
       থাকবে না কেউ এই সংসারে।
রাখবে সবাই মনে করে,
       ভালো কাজ করলে পরে।


                               সুলেখা দেবনাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ