মোবাইল

(ছবি ইন্টারনেট থেকে) 

ছোট্ট বন্ধুরা বলছি শোন তোমাদের,
          যখন তখন মোবাইল নিয়ে,
                    ঘাটবে না কখনও।

কার্টুন দেখে, কার্টুন হয়ে,
         লাভ কি আছে বলো।

খেলতে যাও, খেলতে যাও,
           খেলতে যাও যে পার যেথায়।

মাঠে ঘাটে রাস্তায় কিংবা ছাদের উপর,
             বন্ধু যদি না থাকে কেউ,
গাছের সাথে খেলো,
                পাখি আছে, হাওয়া আছে,
আকাশ বাসে তোমায় ভালো।

মনে মনে গল্প বলো,
              বলো গান আর ছড়া।
দেখবে তখন তোমায় দেখে,
            বলবে ভালো সাড়া পাড়া।

থাকবে ভালো, রাখবে ভালো,
             বাসবে ভালো সবাই।
তোমায় দেখে শিখবে,
            কত বন্ধু আর ভাই।

তাই ছোট্ট বন্ধুরা বলছি শোন,
            আর মোবাইল নয় কখনো।


                                  সুলেখা দেবনাথ।
          


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Comment