বকুল ফুল

(ছবি ইন্টারনেট থেকে)


কানাই বাবুর আম বাগানে,
ধরেছে কতো মুকুল।

পাশের বাড়ির ফুল বাগানে,
ফুটেছে দেখো বকুল।

রাত দুপুরে আয়না পিসি,
যাচ্ছে কেন হাসি হাসি।

ও বুঝেছি ,বকুল ফুলে,
ভরবে থলে কাল সকালে।

ঝিনি কাকি গাছের ধারে,
চট বিছিয়ে পাহারা সারে।

সারা রাত্রি মশা মারে,
ভোর বেলাতে ঘুমিয়ে পড়ে।

সেই ফাঁকেতে আয়না পিসি,
ফুল কুড়াতে জাগছে নিশি।

এমন সময় হেলে দুলে,
হাটছে মাতাল পড়ছে ডুলে।

পা ফসকে ধড়াস করে,
পড়লে গিয়ে ঝিনির ঘাড়ে।

বাপ মা বলে উঠলো ঠেলে,
চড়াত করে মারলো গালে।

মাতাল টা এবার পড়ল ধরা,
এ দেখি সেই ঘাটের মড়া।

এমন সময় আয়না পিসি,
মুখটা করে হাসি হাসি।

ভোর হলো যে, এসো দেখি,
ফুল কুড়িয়ে থলেয় রাখি।

এবার থেকে দুজনেতে ,রোজ সকালে,
ফুল কুড়িয়ে ভরবো থলে।


                                 সুলেখা দেবনাথ।



একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. এবার থেকে দুজনেতে ,রোজ সকালে,
    ফুল কুড়িয়ে ভরবো থলে।

    উত্তরমুছুন
  2. মাতাল টা এবার পড়ল ধরা,
    এ দেখি সেই ঘাটের মড়া।

    উত্তরমুছুন

Comment