গুমোট

(ছবি ইন্টারনেট থেকে) 

আকাশ টা গুমোট হয়ে আছে,
               বৃষ্টি নামবে মনে হয়।
কাল বৈশাখী হতে ও পারে,
            দেখা যাক কি হয়।

উত্তরেতে মেঘের ঘটা,
         আকাশ জুড়ে বিজলীর ঝটা।
হাওয়া বইছে সাথে সাথে,
            ঝড় কি উঠবে আজ রাতে।

মনে হয় দারুন তান্ডবে ,
          ভাঙ্গবে গাছ পালা।
কি জানি কি ভাবে,
           তার পর কত কি যে হবে।

ঠান্ডা হবে ধরনী,
           সবুজে সবুজ হবে মাঠ।
এই ভাবে কেটে যাবে,
                কত দিন রাত।

                            সুলেখা দেবনাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Comment